নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সার্বিক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সম্ভাব্য প্রার্থী ও ছাত্রদলের সাবেক নেতা ‘চাকসু মামুন’-এর সঙ্গে সম্প্রতি ৩৫ মিনিটব্যাপী এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। এ বিষয়ে সোমবার (২৯ জুলাই) নিজের ফেসবুক পোস্টে বিস্তারিত তথ্য প্রকাশ করেন মামুন।
পোস্টে তিনি জানান, “সিলেট বিভাগের প্রথম ব্যক্তি হিসেবে আমার নির্বাচনী এলাকার সার্বিক বিষয় নিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমার সঙ্গে সরাসরি কথা বলেছেন। এমন এক অভিজ্ঞতা আমি কখনো কল্পনাও করিনি।”
তিনি আরও জানান, ব্যক্তিগত, রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড—সবকিছুই তারেক রহমানের সরাসরি নজরে রয়েছে, বিষয়টি জেনে তিনি অভিভূত হয়েছেন।
চাকসু মামুন দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে সরাসরি মেলামেশা করে রাজনীতি করে আসছেন বলেও তিনি পোস্টে উল্লেখ করেন। লবিং বা দলীয় কার্যালয় ঘিরে ঘুরপাক না খেয়ে তিনি জনগণের সঙ্গে থাকার নীতিতে অটল ছিলেন বলেও জানান।
তারেক রহমানের সঙ্গে এ দীর্ঘ বৈঠকে মামুন আগামীর পথচলার জন্য দিকনির্দেশনাও পেয়েছেন বলে উল্লেখ করেন। দলের প্রতি আস্থা ও মানুষের প্রতি দায়িত্ববোধ থেকেই রাজনীতিতে থেকে যাওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, সিলেট-৫ আসনকে ঘিরে বিএনপির প্রস্তুতি আরও জোরালো হচ্ছে বলে দলীয় সূত্রে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
সংবাদ শিরোনাম ::
তারেক রহমানের নজরে ‘চাকসু মামুন’, সিলেট-৫ আসন নিয়ে হলো ৩৫ মিনিটের দীর্ঘ আলোচনা
-
জকিগঞ্জ অনলাইন টিভি
- আপডেট সময় : ০১:৩১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
- ৮৭৭ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ









