নিউজ ডেস্ক: সারাদেশে সংগঠিত রাজনৈতিক দল হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইতোমধ্যে জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে। ধর্মীয় ও জাতীয় ইস্যুতে দলটির রাজপথে সক্রিয় উপস্থিতি দেশবাসীর নজর কেড়েছে। ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত এই দলটি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে শক্তিশালী হলেও সিলেটের জকিগঞ্জ উপজেলায় তেমন সক্রিয়তা ছিল না। তবে সম্প্রতি এই চিত্র বদলাতে শুরু করেছে।
জকিগঞ্জে ইসলামী আন্দোলনের কার্যক্রমে নতুন গতি আসে যখন বিশিষ্ট আলেম, পাঁচগ্রাম দারুসসুন্নাহ মাদরাসার মুহতামিম মাওলানা জয়নুল ইসলামের নেতৃত্বে একদল আলেম ও ধর্মপ্রাণ মানুষ আনুষ্ঠানিকভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দেন। জকিগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তারা এই যোগদান ঘোষণা করেন, যা জকিগঞ্জে দলটির নবজাগরণের সূচনা করে।
এর ধারাবাহিকতায় চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত উপজেলা কাউন্সিলে মাওলানা জয়নুল ইসলামকে সেক্রেটারি করে দুই বছরের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ জকিগঞ্জ উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এরপর শুরু হয় উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লায় দাওয়াতি মাহফিল ও যোগদান অনুষ্ঠান।
সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিশেষ করে সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ ফয়জুল করিম (শায়খে চরমোনাই) ও আলোচিত ইসলামি বক্তা মুফতি রেজাউল করিম আবরারের জকিগঞ্জ সফরে সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া পড়ে। এর ফলে উপজেলা জুড়ে সংগঠনটির কার্যক্রম এখন দুর্বার গতিতে এগিয়ে চলছে।
উপজেলা সভাপতি হেকিম মো. শিহাব উদ্দিন বলেন, “আমরা সারাদেশের ন্যায় জকিগঞ্জেও সংগঠনকে সুদৃঢ় করতে কাজ করছি। আমাদের সেক্রেটারির দূরদর্শিতা ও পরিশ্রমে এই অগ্রগতি সম্ভব হয়েছে।”
উপজেলা সেক্রেটারি মাওলানা জয়নুল ইসলাম বলেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে কাজ করছে। ‘নেতা নয়, নীতি চাই’ ও ‘মুক্তির মূলমন্ত্র—ইসলামী শাসনতন্ত্র’ এই দুই স্লোগানকে সামনে রেখে আমরা জকিগঞ্জে দাওয়াতি কাজ চালিয়ে যাচ্ছি এবং ব্যাপক সাড়া পাচ্ছি।”
তিনি জানান, ইতোমধ্যে পৌরসভা ও উপজেলার সব ইউনিয়ন শাখা পুনর্গঠন করা হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন সম্পন্ন করা হবে। তিনি ইসলামী আন্দোলনের লক্ষ্যে জকিগঞ্জবাসীর অধিকার আদায়ে, ইসলাম ও মানবতার কল্যাণে সাংবাদিকসহ সকল শ্রেণি-পেশার মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
সংবাদ শিরোনাম ::
জকিগঞ্জে দাওয়াতি কার্যক্রমে চাঙা ইসলামী আন্দোলন বাংলাদেশ
-
জকিগঞ্জ অনলাইন টিভি
- আপডেট সময় : ০১:৩৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
- ২৫৩ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ






