বিজ্ঞপ্তি: তরুণ শিক্ষার্থী নিচ্ছে জকিগঞ্জ অনলাইন টিভি, সাংবাদিকতার স্বপ্ন পূরণের যাত্রা শুরু হুক এখন থেকেই!
জকিগঞ্জ অনলাইন টিভি বর্তমানে একদল তরুণ শিক্ষার্থীকে নিয়ে সফলভাবে পরিচালিত হচ্ছে। আমাদের লক্ষ্য, জকিগঞ্জের প্রতিটি দিক তুলে ধরে ব্যতিক্রমধর্মী ও অনন্য একটি নিউজ প্ল্যাটফর্ম হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করা। এই লক্ষ্য বাস্তবায়নে আমরা নতুন করে জকিগঞ্জের বিভিন্ন ইউনিয়ন থেকে আরও তরুণ শিক্ষার্থী নিয়োগ দিচ্ছি।
যাদের স্বপ্ন সাংবাদিক হওয়া এবং যারা এই পেশায় আগ্রহী, তাদের জন্য এটি এক অসাধারণ সুযোগ। এখানে কাজের মাধ্যমে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা অর্জন করা যাবে এবং নিজের উপজেলা থেকে শুরু করে সাংবাদিকতার প্রাথমিক অনুশীলন করতে পারবে। শিক্ষাজীবন শেষ করার পর এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে একজন পূর্ণাঙ্গ সাংবাদিক হিসেবে আত্মপ্রকাশ করার পথ তৈরি হবে।
আমাদের টিমে রিপোর্টার হিসেবে যোগ দিয়ে কাজের মধ্যে থাকবে,
•স্থানীয় অনুষ্ঠান ও ঘটনা কভারেজ
•লাইভ সম্প্রচার
•ভিডিও প্রতিবেদন তৈরি
•সংবাদ ও আর্টিকেল লেখা
•এলাকার সমস্যা ও দুর্ভোগ তুলে ধরা
আমরা বিশেষভাবে এসএসসি পাস ও বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। শিক্ষাজীবনের পাশাপাশি সাংবাদিকতার শখ ও স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য এটি একটি অনন্য সুযোগ।
• আবেদন প্রক্রিয়া:
আপনার জীবনবৃত্তান্ত (CV) সরাসরি আমাদের ইমেইলে পাঠান: zakigonjonlinetvgmail.com ইমেইলে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন: 01799705627
তানিম আহমেদ (পরিচালক)
www.zakigonjonlinetv.com


