
জকিগঞ্জ–কানাইঘাটে ঘরে ঘরে গিয়ে মানুষের মন জয় করার আহ্বান চাকসু মামুনের সিলেট-৫ (জকিগঞ্জ–কানাইঘাট) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও সিলেট জেলা বিএনপির প্রথম সহ-সভাপতি মামুনুর রশিদ চাকসু মামুন বলেছেন, দীর্ঘ সংগ্রাম করেছি, বহু নির্যাতন–অত্যাচার সহ্য করেছি। এখন সময় এসেছে ভোটের মাঠে কাজ করার। তিনি বলেন, “নমিনেশন নিয়ে গতানুগতিক কথা বাদ দেন — এই ইতিহাস অনেক আগেই শেষ করে এসেছি আমরা, তিন মাস আগেই এই বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এইসব বিষয় নিয়ে আর কোন কথা বলার দরকার নেই, এখন হলো কাজ করার সময়, মাঠে নেমে কাজ করতে হবে। আমাদের প্রত্যেককে বাড়ি বাড়ি গিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান ও আমার সালাম পৌঁছে দিতে হবে।”সোমবার (১৩ অক্টোবর) জকিগঞ্জ উপজেলার আটগ্রামে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মামুনুর রশিদ চাকসু মামুন নেতাকর্মীদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, “তারেক রহমানের নির্দেশনা মেনে চলতে হবে। আমার সঙ্গে তারেক রহমানের কথা হয়েছে। তিনি যে দিকনির্দেশনা দিয়েছেন, তা আমি আপনাদের কাছে স্পষ্টভাবে তুলে ধরেছি। এখন আমাদের ঘরে ঘরে গিয়ে মানুষের মন জয় করতে হবে।”তিনি নেতাকর্মীদের উদ্দেশে আরও বলেন, “আমাদের কিছু ভাই নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন। আমি কাউকে নিরুৎসাহিত করিনি। কিন্তু অনেক সময় আমাদের কথায় কেউ কেউ ‘পিঞ্চিং’ মারেন—দয়া করে এই পিঞ্চিং বন্ধ করুন। দলের সিদ্ধান্ত মানতে হবে, বিভ্রান্তি ছড়ানো বন্ধ করতে হবে। আমি একমাত্র আল্লাহ ও জকিগঞ্জ–কানাইঘাটের মানুষের বিশ্বস্ত হতে চাই।”রাজনীতিতে নিজের দীর্ঘ সংগ্রামের কথা উল্লেখ করে মামুন বলেন, “১৭ বছরে ১১২টি মামলার মোকাবিলা করেছি। সেদিনই আমি বিশ্বস্ততার প্রমাণ দিয়েছি। চাপাবাজি করে অনেক কিছু পাওয়া যায়, কিন্তু রাজনীতিতে মানুষের মন জয় ছাড়া কিছুই সম্ভব নয়।”তিনি প্রতিশ্রুতি দেন, মনোনয়ন পে নির্বাচিত হলে জকিগঞ্জ–কানাইঘাটে অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও শিল্প খাতে “বিপ্লব” ঘটানো হবে।আলোচনা সভায় সভাপতিত্ব করেন কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি শফিক আহমদ এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক সেলিম আহমদ। সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল করিম ও আজিজুল হক, কানাইঘাট উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকবুল হোসেন, যুগ্ম সম্পাদক মাসুক আহমদ ও সাদিকুর রহমান, কানাইঘাট পৌর বিএনপির সভাপতি মাসুক আহমদ, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মাসুদসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।সভায় বক্তারা বলেন, “জকিগঞ্জ ও কানাইঘাটের মানুষ দীর্ঘদিন উন্নয়ন থেকে বঞ্চিত। যদি মামুনুর রশিদ চাকসু মামুন দলীয় মনোনয়ন পান, তবে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের আশা পূরণ হবে।”সভায় স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পুরো অনুষ্ঠান প্রানবন্ত হয়ে ওঠে।



