
◑ছাত্র মজলিস জকিগঞ্জ উপজেলা পূর্ব শাখার নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মানজুর আহমদ। জানা গিয়েছে, তিনি অতিতে ২০২২-২৩ এবং ২৩-২৪ সেশনের এই শাখায় সভাপতি ছিলেন। বিদায়ী সভাপতি এ এম উসামা আহমেদ স্থায়ীভাবে লন্ডনে প্রবাসে যাওয়ায় অবশিষ্ট মেয়াদের জন্য নতুন নেতৃত্ব নির্বাচনের প্রয়োজন হয়।
শুক্রবার জকিগঞ্জ বাজারস্থ মজলিস কার্যালয়ে অনুষ্ঠিত সহযোগী সদস্য সমাবেশে সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। বিদায়ী সভাপতির সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. খাইরুল ইসলামের সঞ্চালনায় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগরের সাবেক সভাপতি মো. মিজানুর রহমান।সহযোগী সদস্যদের প্রত্যক্ষ ভোটে মঞ্জুর আহমদ সভাপতি নির্বাচিত হন।
পরে অনুষ্ঠিত সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে মো. মিজানুর রহমান নবনির্বাচিত সভাপতিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, দায়িত্ব পালনে সততা, সংগঠনের আদর্শের প্রতি অঙ্গীকার এবং কর্মীদের মধ্যে ঐক্য ধরে রাখাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট পূর্ব জেলা শাখার বায়তুলমাল ও ছাত্র কল্যাণ সম্পাদক মিনহাজুল হক রিফাত, জকিগঞ্জ উপজেলা পশ্চিম শাখার সেক্রেটারি মারুফ আহমদ মুন্না এবং উপজেলা পূর্ব শাখার প্রচার সম্পাদক সাইফুর রহমান।
অধিবেশন শেষে বিদায়ী সভাপতি হাফিজ উসামা আহমদকে শাখার পক্ষ থেকে বিদায়ী সম্মাননা প্রদান করা হয়।নবনির্বাচিত সভাপতি মঞ্জুর আহমদ জানান, দায়িত্ব পালনকালে সংগঠনের মৌলিক আদর্শ ধারণ করে জকিগঞ্জে শিক্ষামূলক, নৈতিক ও সামাজিক কর্মকাণ্ড আরও জোরদার করা হবে।

