
•খাইরুল ইসলাম> জকিগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাকের আমন্ত্রণে খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ এক সৌজন্য সাক্ষাতে অংশ নেন।
বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৩টায় থানায় অনুষ্ঠিত এ বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন ও সামাজিক শান্তি–শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে গঠনমূলক আলোচনা হয়।
সাক্ষাতে খেলাফত মজলিস জকিগঞ্জ পৌর শাখার সভাপতি মাওলানা আব্দুস সালামের নেতৃত্বে উপস্থিত ছিলেন উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আলাউদ্দিন তাপাদার, উপজেলা খেলাফত মজলিসের সহকারী সেক্রেটারি হাফিজ আব্দুল হালিম, সাংগঠনিক সম্পাদক হাফিজ আবু হানিফ, পৌর শাখার সেক্রেটারি মাওলানা জুবায়ের আহমদ, ইসলামী যুব মজলিস সিলেট জেলা শাখার সহসভাপতি ও সাবেক ছাত্রনেতা খায়রুল ইসলাম, যুব মজলিস জকিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আহমেদ উল্লাহ গুলজার, ছাত্র মজলিস উপজেলা পূর্ব শাখার সাধারণ সম্পাদক মো. খাইরুল ইসলাম এবং জকিগঞ্জ সরকারি কলেজ শাখার অফিস ও পাঠাগার সম্পাদক সাফওয়ান আহমদ চৌধুরী।
নেতৃবৃন্দ নবাগত ওসিকে স্বাগত জানিয়ে জকিগঞ্জের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তারা বলেন, এলাকার শান্তি–শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও সমাজের বিভিন্ন সংগঠনের সমন্বিত উদ্যোগ অপরিহার্য।
ওসি আব্দুর রাজ্জাক জকিগঞ্জকে অপরাধমুক্ত রাখতে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, জুয়া, মাদক, চুরি–ডাকাতিসহ যেকোনো অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে এবং জনগণের নিরাপত্তাকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
উভয় পক্ষ আশা প্রকাশ করেন, প্রশাসন ও সামাজিক সংগঠনের সমন্বিত প্রচেষ্টায় জকিগঞ্জকে আরও শান্তিপূর্ণ ও নিরাপদ উপজেলায় রূপান্তর করা সম্ভব হবে।

