
•খাইরুল ইসলাম> ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের সাহসী কণ্ঠ শহীদ ওসমান হাদীর হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে সিলেটের জকিগঞ্জ।
হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজপথে নামে ইসলামী ছাত্র মজলিস।শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস জকিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি জকিগঞ্জ বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা বিপুল সংখ্যক ছাত্র অংশগ্রহণ করেন।সমাবেশে বক্তারা বলেন শহীদ ওসমান হাদী ছিলেন অন্যায়ের বিরুদ্ধে আপসহীন এক প্রতিবাদী কণ্ঠ।
তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করে সত্যকে চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু এই হত্যাকাণ্ড ছাত্র সমাজ মেনে নেবে না।নেতৃবৃন্দ আরও বলেন অবিলম্বে হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় সারাদেশে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে এবং ছাত্র সমাজ রাজপথে অবস্থান নেবে।
সমাবেশে জকিগঞ্জ উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মী ও সাধারণ ছাত্ররা উপস্থিত ছিলেন। কর্মসূচি শেষে শহীদ ওসমান হাদীর রূহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এই বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে ছাত্র সমাজ আবারও স্পষ্ট করে জানিয়ে দিয়েছে অন্যায়ের বিরুদ্ধে তাদের প্রতিবাদ অব্যাহত থাকবে এবং শহীদের রক্তের বিচার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

