
◑খাইরুল ইসলাম> জকিগঞ্জে জামিয়া দারুল ইহসান সোনাসারের ৪র্থ বার্ষিক ওয়জ মাহফিল ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত চলমান এ দিনব্যাপী মাহফিলকে কেন্দ্র করে ইতোমধ্যে মাদরাসা প্রাঙ্গণে প্রস্তুতি চলছে জোরেশোরে।
শিক্ষাপ্রদর্শনী, দোয়া–মুনাজাত ও ওয়াজ–নসিহতসহ পূর্ণাঙ্গ ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে মাহফিলটি অনুষ্ঠিত হবে।মাহফিলে দেশ-বিদেশের শীর্ষস্থানীয় আলেমে দ্বীন, খ্যাতিমান বক্তা, হাফেজ ও মুফাসসিরে কিরাম বিশেষ আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করবেন।
আয়োজক কমিটি জানিয়েছে, এবারকার মাহফিলে যাঁরা উপস্থিত থাকবেন তাঁদের মধ্যে রয়েছেন—জামিয়ার শায়খুল হাদিস মুহতামীম মাওলানা আব্দুল মুছাব্বির সাহেব, মাদরাসার ফাজিলে করচী মাওলানা আব্দুল করিম সাহেব, দরগাবাহারপুর মাদরাসার মুহাদ্দিস মাওলানা ফফরুল ইসলাম সাহেব, পাশাপাশি ইলাবাজ মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল মুছাব্বির সাহেব আলোচনায় অংশ নেবেন।
এ ছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে যুক্তরাজ্য থেকে আগমন করবেন শায়খুল হাদিস মাওলানা তরীক উল্লাহ সাহেব।বি-বাড়িয়া থেকে অংশ নেবেন খ্যাতিমান মুফাসসির মুফতি বশির আহমদ সাহেব। রাজধানী ঢাকা থেকে যোগ দেবেন বিশিষ্ট আলেম মুফতি উবায়দুর রহমান হুজাইফী; ভারত থেকে আগত হবেন প্রখ্যাত বক্তা মুফতি জাবির হোসাইন সাহেব।সিলেট অঞ্চলের প্রধান আলেমদের মধ্য থেকে মাহফিলে বক্তব্য দেবেন শায়খুল হাদিস মাওলানা শরীফ উদ্দিন সাহেব (বড়বন্দী), মুফতি মাহমুদ হুসাইন সাহেব (মুনশীবাজার মাদ্রাসা) এবং গোলাপগঞ্জ থেকে আগত ছালেহ নজীব আল-আইযুবী সাহেব। জগন্নাথপুর থেকে উপস্থিত থাকবেন মাওলানা হানিফ আহমদ সাহেব।
মাহফিলটিকে সফল করতে ইতোমধ্যে মাদরাসা প্রাঙ্গণে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নিরাপত্তা, আলো, মাইক, তাবারুক, অতিথি আপ্যায়ন এবং শিক্ষাপ্রদর্শনীর স্টল—সবকিছুতেই চলছে চূড়ান্ত সাজসজ্জা।জামিয়া দারুল ইহসান সোনাসারের দায়িত্বশীলরা জানান,ওয়াজ মাহফিলের মূল লক্ষ্য হলো তরুণ আলেমদের সম্মাননা প্রদান, দ্বীনি শিক্ষার গুরুত্ব তুলে ধরা এবং সমাজে নৈতিকতা ও ইমানি চেতনা জাগ্রত করা।
তাঁরা এলাকার আলেম–ওলামা, উলামা ছাত্র, অভিভাবক ও সাধারণ মুসল্লিদের মাহফিলে আন্তরিকভাবে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

