
সিলেট–৫ (জকিগঞ্জ–কানাইঘাট) আসনে খেলাফত মজলিসের এমপি প্রার্থী হিসেবে মুফতি আবুল হাসান এর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
রবিবার ( ২৩ নভেম্বর) বিকেলে জকিগঞ্জ ডাকবাংলা প্রাঙ্গণে আয়োজিত ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠানে জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে তার নাম ঘোষণা করা হয়। এ সময় তিনি নিজেও সেখানে উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শায়খ এবিএম সিরাজুল মামুন। তিনি বলেন, দেশের স্বাধীনতা–সার্বভৌমত্ব রক্ষা, ইসলামি শিক্ষার প্রচার–প্রসার এবং সুশাসন প্রতিষ্ঠায় খেলাফত মজলিস দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। “সিলেট–৫ আসনে জনগণের প্রত্যাশা পূরণে মুফতি আবুল হাসানই যোগ্য প্রার্থী,”—বলেন তিনি।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা শাখার উপদেষ্টা ও দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আবুল হাসান। তিনি বলেন, “জনগণের অধিকার রক্ষা, ন্যায়ভিত্তিক সমাজ নিশ্চিত করা এবং অঞ্চলের অবহেলিত উন্নয়ন কাজগুলো দ্রুত বাস্তবায়নই হউক আমাদের মূল লক্ষ্য। তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা শাখার সহ সভাপতি মাওলানা মখলিসুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন, জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের প্রতিনিধিরা।
নেতৃবৃন্দ বলেন, জকিগঞ্জ–কানাইঘাটের জনগণ বহুদিন ধরে উন্নয়ন থেকে বঞ্চিত। এই অঞ্চলের রাস্তাঘাট, স্বাস্থ্যসেবা, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং দারিদ্র্য নিরসনে কার্যকর উদ্যোগ নিতে খেলাফত মজলিস প্রতিশ্রুতিবদ্ধ।উক্ত অনুষ্ঠানে উপস্থিত বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উচ্ছ্বাস প্রকাশ করেন। তাঁরা আসন্ন নির্বাচনে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং মুফতি আবুল হাসানকে দেওয়ালঘড়ি প্রতীকে বিজয়ী করতে সর্বাত্মক প্রচেষ্টার ঘোষণা দেন।
সবশেষে জকিগঞ্জ শহরে বিশাল মিছিল ও মোনাজাতের মাধ্যমে অনুষ্টানের সমাপ্তি ঘোষণা করা হয়।

