
◑খাইরুল ইসলাম> জকিগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমানের সঙ্গে উন্নয়ন ও সুশাসন বিষয়ক সৌজন্য সাক্ষাৎ করেছেন খেলাফত মজলিস এবং এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সোমবার (৮ ডিসেম্বর) বিকেল ৩টায় ইউএনও কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।সাক্ষাতে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা শাখার সহ সভাপতি মোহাম্মদ আব্দুল কুদ্দুস, সেক্রেটারি মাওলানা আলাউদ্দিন তাপাদার, পৌর শাখার সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ,যুব মজলিস জকিগঞ্জ উপজেলা সভাপতি শাহজাহান মোহাম্মদ সেলিম, উপজেলা যুব মজলিসের সেক্রেটারি আহমেদ গুলজার, ছাত্র মজলিস সিলেট মহানগরের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদের সাবেক সদস্য মিজান আহমদ, সিলেট পূর্ব জেলার বায়তুল মাল সম্পাদক মিনহাজুল হক রিফাত, ছাত্র মজলিস জকিগঞ্জ উপজেলা পূর্ব শাখার সভাপতি মো. মঞ্জুর আহমদ এবং সেক্রেটারি মো. খাইরুল ইসলাম।
মতবিনিময় সভায় জকিগঞ্জের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, সামাজিক স্থিতিশীলতা, মাদকের বিস্তার রোধ, যুবসমাজকে নৈতিক পথে এগিয়ে নিতে যৌথভাবে কাজ করা এবং প্রশাসন–জনগণ অংশীদারিত্বমূলক উন্নয়ন কার্যক্রম—এমন সব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
নবাগত ইউএনও মাসুদুর রহমান জকিগঞ্জের উন্নয়ন প্রক্রিয়ায় সব রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, প্রশাসনের মূল লক্ষ্য জনগণের সেবা নিশ্চিত করা। উন্নয়নকে টেকসই করতে সমাজের প্রতিটি অংশের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নেতৃবৃন্দ ইউএনওকে জকিগঞ্জের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা অবহিত করেন এবং প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। তারা আশা প্রকাশ করেন যে, নতুন ইউএনওর নেতৃত্বে জকিগঞ্জ আরও উন্নয়নের পথে এগিয়ে যাবে।

