
খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা শাখার দায়িত্বশীল বৈঠক শনিবার (০১নভেম্বর) দুপুর ২টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মুসাব্বিরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সিলেট জেলা সহ সভাপতি মাওলানা মুখলিসুর রহমান। শাখা সেক্রেটারি সেক্রেটারি মাওলানা আলাউদ্দিন তাপাদারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা সহ সভাপতি জনাব ইমাম উদ্দিন, মাওলানা ফরিদ উদ্দিন, পৌর সেক্রেটারি মাওলানা জুবায়ের আহমদ, উপজেলা সহ সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, মাওলানা আব্দুল আহাদ, সাংগঠনিক সম্পাদক শাহজাহান মুহাম্মদ সেলিম, মাওলানা আব্দুল কাইয়ুম সিদ্দিকী, আবু হানিফ, দাওয়া সম্পাদক মাওলানা আব্দুল কুদ্দুস, সহ বায়তুলমাল সম্পাদক জাকির হোসেন, যুব বিষয়ক সম্পাদক মাওলানা মুজিবুর রহমান খান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল কাদির বিরশ্রী, মাওলানা আব্দুল কাদির মানিকপুর, আহমদ উল্লাহ গুলজার, হাফিজ ফজলুল করীম, উসামা আহমদ, মাওলানা আব্দুল গফফার, মারুফ আহমদ মুন্না প্রমূখ।
বৈঠকে আগামী ২৩ নভেম্বর, জকিগঞ্জ শহরস্থ ডাকবাংলোতে ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন করার সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনকে সফল ও সার্থক করার জন্য জকিগঞ্জের সর্বস্তরের জনশক্তিকে আহ্বান জানান উপজেলা সভাপতি মাওলানা আব্দুল মুসাব্বির ও সেক্রেটারি আলাউদ্দিন তাপাদারসহ দায়িত্বশীলবৃন্দ।


