জকিগঞ্জ, ২ আগস্ট ২০২৫
ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আগামী ৫ আগস্ট জকিগঞ্জে শহীদদের স্মরণে অনুষ্ঠিত হতে যাচ্ছে দোয়া মাহফিল, বিজয় মিছিল, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সোমবার বিকেল ৩টায় জকিগঞ্জ বাজারের এম এ হক চত্বরে এই কর্মসূচির আয়োজন করেছে সর্বস্তরের ছাত্র-জনতা।
২০২৪ সালের জুলাই মাসে দেশের বিভিন্ন স্থানের মতো জকিগঞ্জেও ফ্যাসিবাদী দমন-পীড়নের বিরুদ্ধে রাস্তায় নামে ছাত্রসমাজ। আন্দোলনের সময় শহীদ হন ছাত্রনেতা আবু সাঈদসহ কয়েকজন তরুণ। তাঁদের স্মরণেই এ বছর আয়োজিত হচ্ছে নানা কর্মসূচি।
আয়োজক ছাত্র-জনতার পক্ষ থেকে জানানো হয়েছে, “২০২৪-এর জুলাই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছে, ছাত্রসমাজ ঐক্যবদ্ধ হলে অন্যায় টিকে থাকতে পারে না। শহীদ আবু সাঈদ আমাদের প্রেরণা। ৫ আগস্ট আমরা সবাই এক হয়ে সেই শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে চাই।”
দিনব্যাপী আয়োজনে থাকছে , কুরআন তিলাওয়াত ও শহীদদের স্মরণে দোয়া মাহফিল,ফ্যাসিবাদ বিরোধী বিজয় মিছিল,আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে পরিবেশিত হবে সংগীত, কবিতা ও নাটক ।
আয়োজকেরা জকিগঞ্জের সকল গণতান্ত্রিক ও প্রগতিশীল সংগঠনের প্রতি অনুষ্ঠানটি সফল করতে আন্তরিক সহযোগিতা ও উপস্থিতির আহ্বান জানিয়েছেন।
সবার সক্রিয় অংশগ্রহণে এই কর্মসূচি শহীদদের প্রতি শ্রদ্ধা ও প্রেরণার প্রতীক হয়ে উঠবে বলে আশা করছেন আয়োজকেরা।
সংবাদ শিরোনাম ::
জকিগঞ্জে ছাত্র-জনতার উদ্যোগে শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৫ আগস্ট
-
জকিগঞ্জ অনলাইন টিভি
- আপডেট সময় : ০২:৩৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
- ১৬০ বার পড়া হয়েছে
ট্যাগস :
জুলাই বিপ্লব
জনপ্রিয় সংবাদ






