নিউজ ডেস্ক: বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) রাজশাহী ব্যাটালিয়নে উদ্বোধন করা হয়েছে “বীরপ্রতীক ফজলুল হক গেইট”। এটি নামকরণ করা হয়েছে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতার স্বীকৃতি স্বরূপ ‘বীরপ্রতীক’ খেতাবপ্রাপ্ত জকিগঞ্জ উপজেলার একমাত্র বীর মুক্তিযোদ্ধা সুবেদার ফজলুল হকের নামে।
সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার গঙ্গাজল, খাদিমান গ্রামের বাসিন্দা সুবেদার ফজলুল হক যশোর ও ৮ নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর সাহসিকতার স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ সরকার তাঁকে ‘বীরপ্রতীক’ উপাধিতে ভূষিত করে। তিনি ছিলেন সিলেট জেলার মাত্র ছয়জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার একজন এবং জকিগঞ্জের একমাত্র।
রাজশাহী ব্যাটালিয়নে তাঁর চাকরি জীবনের সমাপ্তি ঘটে। সেই স্মৃতিবিজড়িত স্থানে বিজিবি তাঁর সম্মানে গেইট নির্মাণ করে তা চিরস্মরণীয় করে রাখল। গেইট উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর বড় ছেলে মাহবুবুর রহমান ডালিম।
তাঁর ভাতিজা হাবিবুর রহমান মাসরুর জানান, “আমাদের বড় চাচার পাশাপাশি তাঁর ছোট দুই ভাই—সাবেক ইউপি সদস্য গোলাম মস্তুফা মস্তু মিয়া ও মাওলানা ক্বারী সামছুল ইসলাম—মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে মুক্তিবাহিনী ও সাধারণ মানুষকে নানাভাবে সহায়তা করেছেন। তাঁদের অবদানের জন্য আমরা গর্বিত।”
সরকারি পর্যায় থেকে জানানো হয়েছে, শিগগিরই আরও কিছু রাস্তা বীরপ্রতীক ফজলুল হকের নামে নামকরণ করার উদ্যোগ নেওয়া হবে। পরিবারের পক্ষ থেকে এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, সুবেদার ফজলুল হক বীরপ্রতীক ১৯৯৯ সালের ২১ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। পরিবারের পক্ষ থেকে তাঁর রুহের মাগফিরাত কামনা করা হয়েছে।
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে ‘বীরপ্রতীক ফজলুল হক গেইট’ উদ্বোধন: জকিগঞ্জের গর্বিত মুক্তিযোদ্ধার সম্মানে সরকারের উদ্যোগ
-
জকিগঞ্জ অনলাইন টিভি
- আপডেট সময় : ০৯:২৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
- ১৮৮ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ






