নিউজ ডেস্ক: জকিগঞ্জে অনুষ্ঠিত হলো উপজেলা আইনশৃঙ্খলা কমিটির নিয়মিত মাসিক সভা। ৩০ জুন সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় অংশ নেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
সভায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জনবল ঘাটতি, নদীভাঙন, মাদক, বাল্যবিয়ে, জুয়া, যানজট ও সড়ক সংস্কারসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়। বক্তারা জানান, বিভিন্ন অফিসে দীর্ঘদিন ধরে লোকবল সংকট থাকায় একজন কর্মচারীকেই একাধিক দায়িত্ব পালন করতে হচ্ছে। এতে সেবার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিষয়টি সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।
এছাড়া, নদীভাঙন রোধে স্থানীয়দের স্বতঃস্ফূর্ত উদ্যোগ বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ ওঠে। বক্তারা জানান, জকিগঞ্জ সদর ইউনিয়নে সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা বালু ফেলে প্রতিরক্ষা বাঁধ মেরামতের চেষ্টা করলে বিজিবি তা প্রতিহত করে। স্থানীয়দের দাবি, এই বাঁধ রক্ষা করা জরুরি।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান। এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এমএম আব্দুল আহাদ, কৃষি কর্মকর্তা আব্দুল মুমিন, ওসি জহিরুল ইসলাম মুন্না, সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস, প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ, সাংবাদিক আহসান হাবীব লায়েকসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
ইউএনও মাহবুবুর রহমান বলেন, “সরকারি সেবা কার্যক্রম চালু রাখতে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। একইসাথে মাদক, জুয়া ও বাল্যবিয়ের মতো অপরাধ দমনে প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে। সকল মহলের সম্মিলিত প্রচেষ্টায়ই উন্নয়ন সম্ভব।”
সংবাদ শিরোনাম ::
জকিগঞ্জে সামাজিক অপরাধ ও উন্নয়ন সমস্যা নিয়ে মাসিক আইনশৃঙ্খলা সভায় তীব্র আলোচনা
-
জকিগঞ্জ অনলাইন টিভি
- আপডেট সময় : ০৮:৪১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
- ১৮৩ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ






