জকিগঞ্জ ০৬:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জকিগঞ্জে পুলিশের অভিযানে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জকিগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৯ এপ্রিল ২০২৫) ভোররাত ৩টা ২০ মিনিটের দিকে জকিগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের মাইজকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে জকিগঞ্জ থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম এনাম উদ্দিন (৫৩)। তিনি মৃত আব্দুর রহমান ও জমিলা বেগমের ছেলে এবং জকিগঞ্জ উপজেলার মাইজকান্দি গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ থানার একটি আভিযানিক দল মাইজকান্দি এলাকায় অভিযান চালিয়ে এনাম উদ্দিনকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে নীল ও কালো পলিপ্যাকে মোড়ানো অবস্থায় ৩৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩ লাখ ৩০ হাজার টাকা।

এ ঘটনায় মাদক ব্যবসায়ী এনাম উদ্দিনের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সিলেট জেলায় মাদকদ্রব্যের চোরাচালান রোধ, মাদক ব্যবসায়ী শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

ট্যাগস :

জকিগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

জকিগঞ্জে পুলিশের অভিযানে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় : ০১:৩৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫

জকিগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৯ এপ্রিল ২০২৫) ভোররাত ৩টা ২০ মিনিটের দিকে জকিগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের মাইজকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে জকিগঞ্জ থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম এনাম উদ্দিন (৫৩)। তিনি মৃত আব্দুর রহমান ও জমিলা বেগমের ছেলে এবং জকিগঞ্জ উপজেলার মাইজকান্দি গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ থানার একটি আভিযানিক দল মাইজকান্দি এলাকায় অভিযান চালিয়ে এনাম উদ্দিনকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে নীল ও কালো পলিপ্যাকে মোড়ানো অবস্থায় ৩৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩ লাখ ৩০ হাজার টাকা।

এ ঘটনায় মাদক ব্যবসায়ী এনাম উদ্দিনের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সিলেট জেলায় মাদকদ্রব্যের চোরাচালান রোধ, মাদক ব্যবসায়ী শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।