টাকা ধার না দেয়ায় ছুরিকাঘাতে আহত হওয়া রেস্তোরাঁ শ্রমিক রুবেল আহমদ (২৪) অবশেষে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (৫ এপ্রিল) সকাল ৮টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
নিহত রুবেল আহমদ জকিগঞ্জ পৌরসভার পশ্চিম আনন্দপুর গ্রামের সরব আলীর ছেলে। তিনি জকিগঞ্জ বাজারের শফিক রেস্টুরেন্টে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৬ মার্চ রাতে রুবেল আহমদকে তার পূর্ব পরিচিত পশ্চিম বিলেরবন্দ গ্রামের মৃত সৈয়ব আলীর ছেলে ট্রলিচালক আব্দুল হান্নান (৪২) এবং পূর্ব মাইজকান্দি গ্রামের খলিলুর রহমানের ছেলে মোরগ ব্যবসায়ী শান্ত আহমদ (২২) ডেকে নিয়ে যান পশ্চিম বিলেরবন্দ গ্রামের একটি নির্জন স্থানে। সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে শান্ত আহমদের নির্দেশে আব্দুল হান্নান ধারালো ছুরি দিয়ে রুবেলের পেটে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় রুবেলকে ফেলে তারা পালিয়ে যায়।
পরে পথচারীদের সহায়তায় রুবেলকে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে ওসমানী মেডিকেলে স্থানান্তর করা হয়। সেখানে কয়েক দফা অপারেশনের পর আইসিইউতে রাখা হলেও শেষ পর্যন্ত তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় আহত অবস্থায়ই রুবেল নিজে বাদী হয়ে জকিগঞ্জ থানায় ট্রলিচালক হান্নান ও শান্ত আহমদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তবে এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করা যায়নি।
জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. সুজন মিয়া বলেন, “ঘটনার পর থেকেই আসামিদের ধরতে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে। দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।”
স্থানীয়দের দাবি, আসামিদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তি নিশ্চিত করা হোক, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়।
সংবাদ শিরোনাম ::
জকিগঞ্জে টাকা ধার না দেয়ায় ছুরিকাঘাত ; চিকিৎসাধীন অবস্থায় রেস্তোরাঁ শ্রমিককের মৃত্যু
-
জকিগঞ্জ অনলাইন টিভি
- আপডেট সময় : ০১:৩৮:০৯ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
- ৭৫৪ বার পড়া হয়েছে
ট্যাগস :
মৃত্যু
জনপ্রিয় সংবাদ









