জকিগঞ্জ ০৬:১৩ পূর্বাহ্ন, বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আইয়র প্রিমিয়ার লীগ (APL-2) ২০২৫: ক্রিকেট উন্মাদনায় মাতবে আইয়র

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী পল্লী আইয়র গ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় আসরের আইয়র প্রিমিয়ার লীগ (APL-2) ২০২৫। আগামী ১৪ ও ১৫ ফেব্রুয়ারি আয়োজিত এই টুর্নামেন্টটি আয়োজন করছে আইয়র সুরমা স্পোর্টিং ক্লাব।সুস্থ দেহ ও মনের জন্য খেলাধুলার ভূমিকা অপরিসীম। শারীরিক ও মানসিক সুস্থতার পাশাপাশি খেলাধুলা ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে সাহায্য করে।বর্তমান সময়ে যুবসমাজের অন্যতম বড় সংকট মাদকাসক্তি ও ইন্টারনেট আসক্তি। এই প্রতিযোগিতার লক্ষ্য যুবসমাজকে মাঠমুখী করা এবং সুস্থ বিনোদনের মাধ্যমে তাদের সৃজনশীলতার বিকাশ ঘটানো।

এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে চারটি শক্তিশালী দল—✅ ঈগল টাইটান্স✅ আর এস ভিলেইন✅ বল বার্নার্স✅ পাওয়ার রাইডার্স l

চারটি দল তাদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং চূড়ান্ত পর্বে জায়গা করে নিতে মরিয়া থাকবে। ফাইনালের লড়াই যে উত্তেজনার পারদ চড়াবে, তা বলার অপেক্ষা রাখে না।আইয়র সুরমা স্পোর্টিং ক্লাবের এপিএল কমিটি নিরলস পরিশ্রম করে যাচ্ছে যাতে দর্শকরা উপভোগ করতে পারেন একটি সুশৃঙ্খল ও রোমাঞ্চকর প্রতিযোগিতা। তাদের লক্ষ্য, এই আয়োজনের মাধ্যমে ক্রীড়ামোদীদের আরও বেশি খেলাধুলায় সম্পৃক্ত করা এবং নতুন প্রজন্মকে উৎসাহিত করা।

আইয়র প্রিমিয়ার লীগ (APL-2) ২০২৫ শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি যুবসমাজকে একতাবদ্ধ করার এক অনন্য উদ্যোগ। তাই আসুন, খেলা উপভোগ করি, আমাদের যুবসমাজকে অনুপ্রাণিত করি এবং মাঠের এই লড়াইকে প্রাণবন্ত করে তুলি!

বার্তা প্রেরক: তানিম আহমদ (পরিচালক – জকিগঞ্জ অনলাইন টিভি)

জকিগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

আইয়র প্রিমিয়ার লীগ (APL-2) ২০২৫: ক্রিকেট উন্মাদনায় মাতবে আইয়র

আপডেট সময় : ১০:০৮:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী পল্লী আইয়র গ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় আসরের আইয়র প্রিমিয়ার লীগ (APL-2) ২০২৫। আগামী ১৪ ও ১৫ ফেব্রুয়ারি আয়োজিত এই টুর্নামেন্টটি আয়োজন করছে আইয়র সুরমা স্পোর্টিং ক্লাব।সুস্থ দেহ ও মনের জন্য খেলাধুলার ভূমিকা অপরিসীম। শারীরিক ও মানসিক সুস্থতার পাশাপাশি খেলাধুলা ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে সাহায্য করে।বর্তমান সময়ে যুবসমাজের অন্যতম বড় সংকট মাদকাসক্তি ও ইন্টারনেট আসক্তি। এই প্রতিযোগিতার লক্ষ্য যুবসমাজকে মাঠমুখী করা এবং সুস্থ বিনোদনের মাধ্যমে তাদের সৃজনশীলতার বিকাশ ঘটানো।

এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে চারটি শক্তিশালী দল—✅ ঈগল টাইটান্স✅ আর এস ভিলেইন✅ বল বার্নার্স✅ পাওয়ার রাইডার্স l

চারটি দল তাদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং চূড়ান্ত পর্বে জায়গা করে নিতে মরিয়া থাকবে। ফাইনালের লড়াই যে উত্তেজনার পারদ চড়াবে, তা বলার অপেক্ষা রাখে না।আইয়র সুরমা স্পোর্টিং ক্লাবের এপিএল কমিটি নিরলস পরিশ্রম করে যাচ্ছে যাতে দর্শকরা উপভোগ করতে পারেন একটি সুশৃঙ্খল ও রোমাঞ্চকর প্রতিযোগিতা। তাদের লক্ষ্য, এই আয়োজনের মাধ্যমে ক্রীড়ামোদীদের আরও বেশি খেলাধুলায় সম্পৃক্ত করা এবং নতুন প্রজন্মকে উৎসাহিত করা।

আইয়র প্রিমিয়ার লীগ (APL-2) ২০২৫ শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি যুবসমাজকে একতাবদ্ধ করার এক অনন্য উদ্যোগ। তাই আসুন, খেলা উপভোগ করি, আমাদের যুবসমাজকে অনুপ্রাণিত করি এবং মাঠের এই লড়াইকে প্রাণবন্ত করে তুলি!

বার্তা প্রেরক: তানিম আহমদ (পরিচালক – জকিগঞ্জ অনলাইন টিভি)