জকিগঞ্জ ০৬:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত, ২ জন গুরুতর আহত

সিলেটের বিশ্বনাথে পিকআপ-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক আটোরিকশা চালক নিহত হয়েছেন। তার নাম কুতুব উদ্দিন (৪২)। তিনি সিলেটের জালালাবাদ থানার মোগলগাঁও ইউনিয়নের যুগিরগাঁও গ্রামের মৃত আব্দুন নুরের ছেলে। 

শনিবার (১৩ সেপ্টেম্ব) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার লামাকাজী ইউনিয়নের লামাকাজী পয়েন্টের পশ্চিমে সিলেট-সুনামগঞ্জ সড়কের শাহজালাল পেট্রোল পাম্পের সামনে এই ঘটনা ঘটে।

এতে অন্তত আরও ২জন গুরুতর আহত হয়েছেন। এর মধ্যে এনামুল ইসলাম পারভেজ (৩৫) নামে এক অটোরিকশা যাত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তিনি সুনামগঞ্জের ছাতক উপজেলার বাজনামহল গ্রামের ইলাল উদ্দিনের ছেলে। তাৎক্ষণিক অন্য আহতের নাম ও পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সুনামগঞ্জগামী একটি পিকআপ শাহজালাল পেট্রোল পাম্পের সামনে দাঁড়ানো অবস্থায় ছিল। এ সময় সিলেটগামী আরেকটি ডিআই পিকআপ ওই পিকআপকে ধাক্কা দিয়ে সুনামগঞ্জগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এ ঘটনায় আহত হন অটোরিকশার চালক কুতুব উদ্দিনসহ কয়েকজন যাত্রী। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কুতুব উদ্দিনকে মৃত ঘোষণা করেন।  

ঘটনার সত্যতা নিশ্চিত করেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, ২টি পিকআপ ও একটি সিএনজিচালিত অটোরিকশা আটক করা হয়েছে। এ ঘটনায় বিশ্বনাথ থানা ও হাইওয়ে পুলিশ পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

ট্যাগস :

জকিগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

সিলেটে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত, ২ জন গুরুতর আহত

আপডেট সময় : ০৯:৫৫:০৬ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

সিলেটের বিশ্বনাথে পিকআপ-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক আটোরিকশা চালক নিহত হয়েছেন। তার নাম কুতুব উদ্দিন (৪২)। তিনি সিলেটের জালালাবাদ থানার মোগলগাঁও ইউনিয়নের যুগিরগাঁও গ্রামের মৃত আব্দুন নুরের ছেলে। 

শনিবার (১৩ সেপ্টেম্ব) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার লামাকাজী ইউনিয়নের লামাকাজী পয়েন্টের পশ্চিমে সিলেট-সুনামগঞ্জ সড়কের শাহজালাল পেট্রোল পাম্পের সামনে এই ঘটনা ঘটে।

এতে অন্তত আরও ২জন গুরুতর আহত হয়েছেন। এর মধ্যে এনামুল ইসলাম পারভেজ (৩৫) নামে এক অটোরিকশা যাত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তিনি সুনামগঞ্জের ছাতক উপজেলার বাজনামহল গ্রামের ইলাল উদ্দিনের ছেলে। তাৎক্ষণিক অন্য আহতের নাম ও পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সুনামগঞ্জগামী একটি পিকআপ শাহজালাল পেট্রোল পাম্পের সামনে দাঁড়ানো অবস্থায় ছিল। এ সময় সিলেটগামী আরেকটি ডিআই পিকআপ ওই পিকআপকে ধাক্কা দিয়ে সুনামগঞ্জগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এ ঘটনায় আহত হন অটোরিকশার চালক কুতুব উদ্দিনসহ কয়েকজন যাত্রী। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কুতুব উদ্দিনকে মৃত ঘোষণা করেন।  

ঘটনার সত্যতা নিশ্চিত করেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, ২টি পিকআপ ও একটি সিএনজিচালিত অটোরিকশা আটক করা হয়েছে। এ ঘটনায় বিশ্বনাথ থানা ও হাইওয়ে পুলিশ পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।