নিউজ ডেস্ক: জকিগঞ্জ উপজেলার ৭নং বারঠাকুরি ইউনিয়নের নবনির্মিত পিল্লাকান্দি কমিউনিটি ক্লিনিকে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল (সোমবার) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের দিকে বিদ্যুৎ মিটারে আগুন ধরে গেলে আশেপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে তারা দ্রুত ক্লিনিকে ছুটে যান এবং পাশেই থাকা পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করে লাইন বিচ্ছিন্ন করার ব্যবস্থা নেন। তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আগেই পুরো ক্লিনিক রক্ষা পায়।
এলাকাবাসীর এই তৎপরতা এবং সচেতনতায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ক্লিনিকটি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মিটার শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিলো।
তথ্যসূত্র: চেয়ারম্যান মহোদয়, বারঠাকুরি ইউনিয়ন পরিষদ।








