নিউজ ডেস্ক: ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, জকিগঞ্জ উপজেলা শাখা।
শুক্রবার বাদ আছর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জকিগঞ্জ বাজারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে স্থানীয় বাজারে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়, যার সভাপতিত্ব করেন উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা জওয়াদুর রহমান।
প্রতিবাদ সভাটি পরিচালনা করেন ছাত্র জমিয়তের উপজেলা সভাপতি কাজী মানসুর। সভায় বক্তব্য রাখেন উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা ফারুক আহমদ, মাওলানা জিয়াউর রহমান ফারুকী এবং উপজেলা শ্রমিক জমিয়তের সভাপতি মাওলানা রুহুল আমীন।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন পৌর জমিয়তের সভাপতি মাওলানা ফয়জুর রহমান, উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা কয়েছ আহমদ লষ্কর, সহ-সাধারণ সম্পাদক মাওলানা সাদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা সামছুদ্দীন মো: জাকারিয়া প্রমুখ।
সংবাদ শিরোনাম ::
জাতিসংঘ অফিস প্রত্যাহারের দাবিতে জকিগঞ্জে জমিয়তের বিক্ষোভ
-
জকিগঞ্জ অনলাইন টিভি
- আপডেট সময় : ০৯:৪১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
- ১৫৫ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ








